চট্টগ্রাম নগরের ইপিজেডে একটি ক্লিনিক থেকে নার্স সেজে নবজাতক চুরির ঘটনা ঘটেছে।
রোববার বিকেলে মমতা মাতৃসদন ক্লিনিকে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালের সিসিটিভি ফুটেজে বিষয়টি ধরা পড়ে। ওই নবজাতক আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মো. শহিদ ও তাসমিন আক্তার দম্পতির সন্তান।
স্বজনরা জানান, শুক্রবার সিজারের মাধ্যমে শিশুটি প্রসব হয়। জন্মের পর থেকে তার সবকিছুই স্বাভাবিক ছিল। রোববার বিকেলে এক নারী নার্সের ছদ্মবেশে ইনজেকশন দিতে হবে জানিয়ে শিশুটিকে ক্লিনিকের দ্বিতীয় তলা থেকে নিচতলায় নিয়ে যান। পরে নিচে গিয়ে খোঁজ করলে ওই নারীকে আর পাওয়া যায়নি।
ইপিজেড থানার ওসি আব্দুল করিম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্লিনিক থেকে প্রয়োজনীয় ফুটেজ সংগ্রহ করা হয়েছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।