মাদারীপুরের কালকিনিতে চলন্ত অটোভ্যান উল্টে হাফিজুর রহমান নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আল মামুন সরদার নামে এক যাত্রী।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কালকিনি পৌর এলাকার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের সরদারবাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর উপজেলার সিডিখান এলাকার দক্ষিণ সিডিখান গ্রামের হাফেজ বজলুর রহমানের ছেলে। আহত আল মামুন বাঁশগাড়ি এলাকার দক্ষিণ বাঁশগাড়ি গ্রামের মালেক সরদারের ছেলে।
নিশ্চিত করেছেন কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন।
তিনি বলেন, একজন যাত্রী নিয়ে ভ্যান চালাচ্ছিলেন হাফিজুর। রাস্তার মোড় ঘোরার সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় চালক হাফিজুর ও যাত্রী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক হাফিজুরকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, হাফিজুরের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।