এশিয়া কাপ শুরুর আগেই হাঁটুর চোটে দল থেকে ছিটকে গেছেন পাকিস্তানের পেস তারকা শাহীন শাহ আফ্রিদি। এবার তার জায়গায় সুযোগ পাওয়া মোহাম্মদ ওয়াসিম খান জুনিয়রও পড়লেন ইনজুড়িতে। পাকিস্তানের জন্য বড় দুঃসংবাদই বটে।
বৃহস্পতিবার পাকিস্তানে দলের সঙ্গে অনুশীলনের সময় পিঠে ব্যথা অনুভব করেন ওয়াসিম। তরুণ পেসার ওয়াসিমের জন্মদিনেই তিনি পড়লেন বিপাকে।
এখন পর্যন্ত তিনটি অনুশীলন সেশনে অংশ নিয়েছিলেন তিনি। পিঠের ব্যথা বাড়লে তাকে স্ক্যান করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন স্ক্যানের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
পাকিস্তানের হয়ে ১১ টি-২০ খেলা এই তরুণের প্রথমবারের মতো দেশের জার্সিতে বড় কোনো টুর্নামেন্টে খেলার স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে।
২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। পরদিনই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের এশিয়া কাপ মিশন। এ সময় একের পর এক পেসার ইনজুড়িতে পড়ায় চিন্তার ভাজই পড়লো অধিনায়ক বাবর আজমের মাথায়।