দীঘিনালার ঘটনায় সেনাবাহিনীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক বা ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা। সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিভাগ থেকে নিরন চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কৃপাপুর গ্রাম থেকে নিরাপত্তা বাহিনী তাদের তিনজন সদস্যকে গ্রেফতারের পর ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করেছে। তিন জনের নাম উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, রবিবার রাত দুটোর দিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদেরকে তুলে নিয়ে যায়। সোমবার সকালে তাদেরকে বিনন্দচুগ নামক পাহাড়ে নিয়ে গিয়ে কথিত ‘গোলাগুলির’ নাটক সাজিয়ে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করে। প্রকৃতপক্ষে সেখানে নিরাপত্তা বাহিনীর সাথে কারো কোন প্রকার গোলাগুলির ঘটনা সংঘটিত হয়নি। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছাড়া আর কিছুই নয়।” বিবৃতিতে তাদেরকে বিনা অপরাধে গ্রেফতার ও পরে বিচার বহির্ভুতভাবে গুলি করে হত্যার ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে। তারা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি প্রদানেরও দাবি জানিয়েছেন। এর আগে গত ১৮ই আগস্ট পার্বত্য জেলা রাঙ্গামাটিতে সেনাবাহিনীর নিয়মিত টহল দলের উপর হামলার একজন সৈন্য নিহত হন। রাঙ্গামাটি রাজস্থলী আর্মি ক্যাম্প থেকে ৪ কিলোমিটার মতো দুরে সকালে গুলির ঘটনাটি ঘটেছে। সকাল ১০ টার দিকে পোয়াইতুখুম নামক এলাকায় একটি নিয়মিত টহল দলের উপর সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলিবর্ষণ করে ।।
সূত্র;বি বি সি