ক্রেতারা জানান, কয়েকদিন ধরে পেঁয়াজের কোনো নির্ধারিত মূল্য নেই। দোকানদাররা ৭০-১০০ টাকায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করছেন। যে যেমন পারছেন তেমনিভাবে ক্রেতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন।
এদিকে পেঁয়াজের বাজার মূল্য দেখতে ছদ্মবেশে ক্রেতা সেজে পাটকেলঘাটা বাজারে যান তালার সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম। তিনি ঘটনার সত্যতা পেয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও বাকিদের সতর্ক করেন।
সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম দৈনিক নবপ্রভাতকে বলেন, ছদ্মবেশে বাজার ঘুরে দেখা যায় ব্যবসায়ীরা প্রতি কেজি পেঁয়াজ ৭০-৮০ টাকায় বিক্রি করছেন। এ সময় এক ব্যবসায়ীকে দুই হাজার ও অপর একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও পেঁয়াজ ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছেন দোকানদাররা। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।