ফেনীতে ট্রাকচাপায় এক পথচারী নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার ফাজিলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে ওই পথচারী ফাজিলপুর এলাকায় সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই ওই পথচারী মারা যান। খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে ফাঁড়ির পুলিশ তার লাশ উদ্ধার করে।
ফাজিলপুর হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান ভূঞা বলেন, ওই ব্যক্তিকে চাপা দেওয়া ট্রাকটি শনাক্ত করা যায়নি। সেটি নিয়ে চালক দ্রুতগতিতে পালিয়ে গেছেন। নিহত ব্যক্তির ঠিকানা বা পরিচয় জানা যায়নি। লাশের ময়নাতদন্তের পরও কোনো আত্মীয়স্বজন যোগাযোগ না করলে আরো অন্তত দুই দিন লাশটি মর্গে রাখা হবে। তারপর বেওয়ারিশ হিসেবে লাশ ফেনী পৌর কবরস্থানে দাফন করা হবে।