ইবি প্রতিনিধি:
বাস্কেটবল, হ্যান্ডবল, ম্যারাথন, ১০০মি হার্ডেলস এ স্বর্ণ জয়, লং জাম্প ও ২০০মি দৌড়ে রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক জয়সহ মোট ২৭ পয়েন্ট পেয়ে পদক তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।
এছাড়া অ্যাথলেট প্রতিযোগিতায় ১৮ পয়েন্ট অর্জন করে সেরা মহিলা খেলোড়ারের পদক পেয়েছেন তামান্না আকতার।
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের সমাপনী ও পদক বিতরণ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র উপস্থিতিতে এসব পদক গ্রহণ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়। চ্যাম্পিয়ান ইবি হ্যান্ডবল ও বাস্কেটবল দল সরাসরি প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেট তামান্না আক্তার প্রতিযোগিতার সেরা মহিলা খেলোয়াড় পদক গ্রহণ করেন। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত সমাপনী ও পদক বিতরণ অনুষ্ঠানে প্রতিযোগিতার ১২টি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ান এবং সেরা খেলোয়াড়দের এসব পুরস্কার প্রদান করা হয়।
বুধবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় তথ্য, প্রকাশনা ও জনসংযোগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানা যায়।
এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, দলের ম্যানেজার অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন, অধ্যাপক ড. বাকী বিল্লাহ, দলের ক্যাপ্টেন সাকিব হোসেন ও ক্যাপ্টেন ইমন, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল এবং উপ-পরিচালক আসাদুর রহমান প্রমুখ।
এতে হ্যান্ডবল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ান ইসলামী বিশ্ববিদ্যালয় দলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপ ড. শেখ আবদুস সালাম, দলের ম্যানেজার অধ্যাপক ড. মাহবুবুল আরফিন এবং দলের ক্যাপ্টেন ইমন। বাস্কেটবল দলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন, বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ এবং দলের ক্যাপ্টেন সাকিব হোসেন। প্রতিযোগিতায় ১৮ পয়েন্ট অর্জনকারী সেরা মহিলা খেলোয়াড় অ্যাথলেট তামান্না আক্তারের পুরস্কার গ্রহণকালে সঙ্গে ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল এবং উপ-পরিচালক আসাদুর রহমান।
গত ১৩ নভেম্বর বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়ানশিপ এর তৃতীয় আসরে হ্যান্ডবল ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ৩১-২২ গোলে পরাজিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। এতে চ্যাম্পিয়ান দলের ইমন সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
একই আসরে গত ২ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাস্কেটবল দলকে ৭৪-৬২ পয়েন্টে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে ইসলামী বিশ্ববিদ্যালয় বাস্কেটবল দল।