নিজেদের মধ্যে রাজনৈতিক যত বৈরি সম্পর্কই থাকুক না কেন ক্রিকেট যেন ভারত এবং পাকিস্তান দু’দেশকে এক সূত্রে বেঁধে রেখেছে। সেকারণেই তো সীমান্তের বেড়াজাল পেরিয়ে পাকিস্তানের মানুষও ভালবাসেন বিরাট কোহলির খেলা।
ক্রিকেটীয় সম্প্রীতির সেই ছবিই যেন দেখা গেল দুবাইয়ে ভারতীয় দলের অনুশীলনে। যেখানে বিরাট কোহলির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেন বিশেষভাবে সক্ষম পাকিস্তানি এক যুবতী। পাকিস্তানি সে ভক্তের আবদার ফেলেননি কোহলিও ।
ওই সমর্থকের সঙ্গে দেখা করেন কোহলি, করেন কুশল বিনিময়। বিরাট ওই সমর্থকের সঙ্গে সেলফিও তোলেন। জানতে চান, তিনি কেমন আছেন।
বিরাটের এই আচরণে পাকিস্তানের মেয়েটি ভারতীয় ক্রিকেট দলের আরও বড় ভক্ত বনে যান। পাকিস্তানি ইউটিউব চ্যানেলে তেমনটাই জানিয়েছেন তিনি। এর আগে আরও এক পাকিস্তানি সমর্থক বিরাট কোহলির সঙ্গে দেখা করার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন। এবং বিরাটের দেখা পাওয়ার পর তিনিও সন্তোষ প্রকাশ করেন।
এ তো গেল সমর্থকদের কথা, ভারত এবং পাকিস্তানের ক্রিকেটাররাও একে অপরের সঙ্গে কুশল বিনিময় করছেন অনুশীলন চলাকালীন। গত দু’দিন ধরে পাক ক্রিকেটারদের সঙ্গে নিয়মিত সৌজন্য বিনিময় হয়েছে বিরাট কোহলিদের।
এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া শাহিন শাহ আফ্রিদি বৃহস্পতিবার গিয়েছিলেন পাকিস্তানের অনুশীলনে। সেখানে যুজবেন্দ্র চাহাল থেকে শুরু করে ভারতীয় তারকারা সকলেই তাঁর সঙ্গে কথা বলেছেন। কোহলি নিজেও কথা বলেছেন শাহিনের সঙ্গে।
রোববার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভারতের। তার আগে নেটে কোহলির ব্যাটিং দেখে নতুন করে আশায় বুক বাঁধছেন নেটিজেনরা। যেভাবে কোহলির ব্যাট ও বলের সংযোগ হচ্ছে, দেখলে কে বলবে সাফল্য বহুদিনই ধরাছোঁয়ার বাইরে!