নোয়াখালীর কোম্পানীেঞ্জের চরফকিরা ইউপিতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে এক মালয়েশিয়া প্রবাসীর বিরুদ্ধে মামলা হয়েছে।
অভিযুক্ত আশিকুর রহমান আশিক উপজেলার চরফকিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাগিদার বাড়ির ছানা উল্যার ছেলে।
শনিবার সকালে এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে চারজনকে আসামি করে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
জানা যায়, ভিকটিম তার খালার বাসায় ৬-৭ বছর থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখা পড়া করেন। অভিযুক্ত আশিক মালয়েশিয়া প্রবাসী। আশিকের পরিবারের মাধ্যমে মোবাইলে যোগাযোগ শুরু করে ওই তরুণী। যোগাযোগের এক পর্যায়ে আশিক তাকে বিয়ে করার প্রস্তাব দিলে তরুণী রাজি হয়। গত ১৮ আগস্ট আশিক মালয়েশিয়া থেকে দেশে আসেন। এক পর্যায়ে গত ২৩ আগস্ট রাত ১১টার দিকে ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এর কয়েক দিন পর তরুণীর খালার বাড়িতে বিয়ের আশ্বাস দিয়ে আবারো ধর্ষণ করে। তরুণী বিয়ের জন্য বললে আশিক বিভিন্ন অজুহাতে তালবাহানা শুরু করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী তরুণী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে অভিযুক্ত যুবকসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।