মুদ্রাস্ফীতি, জ্বালানী সংকট, খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি ইত্যাদি সমস্যার মাঝেই বৃটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস। গতকাল সোনবার ঋষি সুনাক কে পরাজিত করে তিনি কনজারভেটিভ দলের নেতা নির্বাচিত হন। ঋষি সুনাক পান ৪২.৬% ভোট এবং বিজয়ী লিজ ট্রাস পান ৫৭.৪% ভোট। লন্ডনের কনভেনশন হলে আনুষ্ঠানিক ভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
লিজ ট্রাস বলেন তাঁর সরকার জ্বালানী সংকট মোকাবিলা, দীর্ঘমেয়াদি জ্বালানী সরবরাহ নিশ্চিত করা ও স্বাস্থ্য সেবার মত বিষয় নিয়ে গুরুত্ব দিয়ে কাজ করবে। তিনি আরো বলেন কর হ্রাস ও দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে তার সরকারের সাহসী পরিকল্পনা আছে।
জয়ী হওয়ার পর তিনি প্রতিদ্বন্দী ঋষি সুনাক কে ধন্যবাদ জানান। ঋষি সুনাক ও নতুন প্রধানমন্ত্রীকে স্বাগতম জানান। আজ রাণী ২য় এলিজাবেথ এর সঙ্গে তার সাক্ষাৎকারের কথা রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ট্রাসলে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।