সম্পর্কিত খবর
ময়মনসিংহের নান্দাইলে ট্রলির ধাক্কায় অটোরিকশায় থাকা রিফাত নামে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার রাজগাতী ইউনিয়নের নান্দাইল-তাড়াইল সড়কের দরিল্লা বাজারে এ দুর্ঘটনা ঘটে। রিফাত একই ইউনিয়নের বড়াইল গ্রামের শরীফ মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, বেশ কয়েকদিন ধরেই অসুস্থতায় ভুগছিল শরীফের বড় ছেলে সাত বছরের লালন মিয়া। মঙ্গলবার বেলা ১১টার দিকে লালনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালের উদ্দেশ্যে অটোরিকশায় করে বাড়ি থেকে বের হন শরীফ। এ সময় তার সঙ্গে স্ত্রী ও ছোট ছেলে রিফাত ছিলেন। দরিল্লা বাজারে পৌঁছালে ইটবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে সবাই ছিটকে পড়েন। এর মধ্যে ঘটনাস্থলেই রিফাত মারা যায়।
ওসি আরো জানান, আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।