গোপালগঞ্জের মুকসুদপুরে ভ্যান নিয়ে বেরিয়ে নিখোঁজের ৯ দিন পর লিটু মাতুব্বরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে উপজেলার পৌরসভাধীন ছোট বাহাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত লিটু মাতুব্বর মুকসুদপুর উপজেলার গোলাবাড়ীয়া গ্রামের মৃত বাঁকা মাতুব্বরের ছেলে।
মুকসুদপুর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ১৭ আগস্ট বিকেলে ভ্যানগাড়ী নিয়ে বের হন লিটু মাতুব্বর। পরে বাড়িতে ফিরে না আসায় স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজির পর তার সন্ধান পাওয়া যায়নি। ঘটনার পরদিন মুকসুদপুর থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী সাহেদা বেগম।
শুক্রবার ভোরে এস আই শাহারিয়ার টহল ডিউটিকালে ফোকাস লাইট দিয়ে আশেপাশে দেখার সময় ধানক্ষেতে ধান গাছ হেলেপড়া ও ভাঙা দেখেন। পরে সন্দেহ হলে কাছে গিয়ে দেখেন অর্ধগলিত লাশ পড়ে আছে। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরনের কাপড় ও অন্যান্য আলামত দেখে লাশটি লিটুর বলে শনাক্ত করেন।
তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতার করাসহ আইনগত পদক্ষেপ নেয়া হবে।