মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) একাডেমিক কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
২৯ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও রিটার্নিং কর্মকর্তা ড. মো. তৌহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সহযোগী অধ্যাপকদের মধ্য থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. মোছাদ্দিক হাসান ৩৬ ভোট এবং প্রভাষক ও সহকারী অধ্যাপকদের মধ্য থেকে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের মো. আওরঙ্গজেব আকন্দ ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সহযোগী অধ্যাপক থেকে অপর দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অনিমেষ সরকার ১৫ ও রসায়ন বিভাগের ড. মো. আব্দুর রহমান ১০ভোট পান।
প্রভাষক ও সহকারী অধ্যাপক থেকে অপর দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. জায়েদুল হাসান ২২ ও পরিসংখ্যান বিভাগের মো. বিনইয়ামিন ২০ ভোট পান।
এর আগে ভোট শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, প্রো ভাইস-চ্যান্সেলর ড. এআরএম সোলাইমান ও ট্রেজারার অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ২১(১) (জ) অনুযায়ী একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে একজন সহযোগী অধ্যাপককে এবং ২১(১) (ঝ) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের মধ্য থেকে একজন সহকারী অধ্যাপককে নির্বাচিত করার বিধান রয়েছে।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দুইজন ডেপুটি রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ ও ড. ইকবাল বাহার।