মামার বাড়ি যাওয়া হলো না শিশু আরাফাতের। মায়ের সঙ্গে মামার বাড়ি যাওয়ার পথে অটোরিকশা চাপায় পথেই প্রাণ ঝরেছে আরাফাতের।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে জামালপুরের ইসলামপুর-গুঠাইল সড়কের দেলিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরাফাত ওই এলাকার প্রবাসী ছামিউল হকের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, দুপুরে আরাফাত তার মায়ের সঙ্গে মামার বাড়ি যাচ্ছিল। এসময় ইসলামপুর-গুঠাইল সড়কের দেলিরপাড় এলাকায় রাস্তার পাড় হওয়ার সময় অটোরিকশার চাপায় আরাফাত নিহত হয়। পরে তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।