টাঙ্গাইলের মির্জাপুরে বাসের ধাক্কায় আতিক মিয়া ও জুয়েল মিয়া নামে দুই অটোরিকশা চালক নিহত হয়েছেন।
রোববার রাত ৮টার দিকে মির্জাপুর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চড়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলা সদরের সওদাড়পাড়া গ্রামের আতিক মিয়া ও জুয়েল মিয়া।
স্থানীয়রা জানান, আতিক মিয়া তার অটোরিকশায় সহকর্মী জুয়েলকে নিয়ে রোববার রাত ৮টার দিকে মির্জাপুর উপজেলা সদরের চড়পাড়া বাইপাস পার হচ্ছিলেন। এ সময় টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আতিক মারা যান। গুরুতর আহত অবস্থায় জুয়েলকে কুমুদিনী হাসপাতালে নেয়ার পর সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
আতিকের ভাতিজা রফিকুল ইসলাম জানান, নিহত দুজনই পেশায় অটোরিকশা চালক ছিলেন।
গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লাহ টুটুল ঐ দুই অটোরিকশা চালকের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছন।