কলঙ্কের ইতিহাস
মেঘে মেঘে ঢেকে ছিলো স্বাধীনতার আকাশ
শোকের বার্তায় ভারী হলো বাংলাদেশের বাতাস।
রক্তভেজা বুটের আওয়াজ লাল-সবুজের বুকে
বাংলা সেদিন কেঁদেছিল স্বজনহারা শোকে।
তীব্র ব্যথা বুকে নিয়ে কাঁধে পিতার লাশ
রক্তে সেদিন লাল হয়েছে সবুজ শ্যামল ঘাস।
রক্তস্রোতে লেখা হলো কলঙ্কের ইতিহাস
সেদিন থেকে শুরু হলো মানবতার সর্বনাশ।
এখনো চিৎকার শুনি
বত্রিশে নেমেছিল কালো রাত্রি
অস্ত্রহাতে নাম কাপুরুষ যাত্রী
আগস্টে নেমেছিল রক্তের ঢল
সেদিন থেকে বাংলা গেল রসাতল।
পঁচাত্তরে পিতা হারানোর শোক
আজীবন পোড়াবে বাঙালির বুক।
রক্তের দাগ লেগে আছে মনের ক্যানভাসে
হাহাকার ধ্বনি বাজে আকাশে বাতাসে।