নাঈম হাসান।।নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকায় আজ শুক্রবার বিকালে ভাইভাই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৮ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। আটককৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক সুব্রত কুমার পোদ্দার এর নেতৃত্বে একদল পুলিশ ওই হোটেলে অভিযান চালায়। এসময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ১৮ জন নারী-পুরুষকে আটক করা হয়।
এলাকাবাসী বলেন, এই হোটেলে একরে পর এক অপরাধের ঘটনা ঘটছে। বর্তমানে অপরাধীদের আস্তানা হিসেবে পরিচিত এই হোটেলটি। থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।