আইচি হেলথকেয়ার গ্ৰুপের আওতাধীন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা মাস উদ্বোধন।
স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষ্যে (১৯ অক্টোবর ২০২২) বুধবার আইচি হেলথকেয়ার গ্ৰুপের আওতাধীন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উত্তরার তুরাগ এলাকায় সচেতনতামূলক র্যালি শেষে হাসপাতালের শিক্ষানবীশ ডাক্তার ও শিক্ষার্থীরা স্তন ক্যান্সার সচেতনতার উপর তথ্যনির্ভর নাটক মঞ্চস্থ করে। নাটকে স্তন ক্যান্সার বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়াদি তুলে ধরা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক উলফাত জাহান মুন বলেন ‘স্তন ক্যান্সার প্রতিরোধে আমাদের সচেতন থাকা উচিৎ। এজন্য যথাসময়ে ডাক্তারের শরণাপন্ন হওয়ার পাশাপাশি নিয়মিত চেক-আপ করা প্রয়োজন। স্তন ক্যান্সার এখন আর ভয়ের কিছু নয়। আমাদের দেশেই উন্নত প্রযুক্তিতে এর চিকিৎসা সম্ভব।’
অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকবৃন্দ স্তন ক্যান্সার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন ও উপস্থিত শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। সামাজিক ও পারিবারিকভাবে স্তন ক্যান্সার বিষয়ে আলোচনা ও সচেতনতার তৈরির লক্ষ্যেও তারা আলোকপাত করেন। তারা বলেন, স্তন্য ক্যান্সারে নারীদের মৃত্যুর হার বেশি। সাধারণত ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে এই ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। এতোদিন এ ক্যান্সার বিষয়ে নারীদের সচেতন করার উদ্যোগ বেশি থাকলেও এখন পুরুষদেরকেও সচেতন করার জোর চেষ্টা চালানো হচ্ছে। আমাদের সমাজের অনেকেই স্তন ক্যান্সার বিষয়ক সমস্যা নিয়ে লজ্জায় অন্য কারো সাথে কথা বলতে চান না। তবে লজ্জা নয়, সচেতনতাই পারে স্তন ক্যান্সার প্রতিরোধ করে সুস্থ জীবন নিশ্চিত করতে।
মাসব্যাপি স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা কার্যক্রমের আওতায় তথ্য ও সেবা প্রদানের জন্য উত্তরার তুরাগে অবস্থিত ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশেষ সেবা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।