রাজশাহীতে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।
আটককৃত মাদক ব্যবসায়ী মো. সোহাগ হোসেন নওগাঁ জেলার মান্দা থানার চৌজা উত্তরপাড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।
শনিবার বেলা সাড়ে ১১টায় ডিবি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে বিশেষ অভিযানে পবা থানার শাহপাড়া এলাকায় থেকে সোহাগকে আটক করা হয়। পরে দুপুরে মহানগর ডিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার বেলা সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, পবা থানার শাহপাড়া এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। ওই সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের একটি টিম দুপুরে পৌনে ১২টায় পবা থানার শাহপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সোহাগকে আটক করে।
এ সময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার হয়। আটককৃত সোহাগের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়েছে ঐ বিজ্ঞপ্তিতে।