রাজশাহীতে আটটি চোরাই গরুসহ ছয় জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার দুপুর ২টার দিকে নগরীর সিটি হাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শিংনগর ভবানীপুর গ্রামের আতাউর রহমানের ছেলে হাকিম, তার বড় ভাই মাহবুব, একই গ্রামের শাহিন আলম, মখলেছুর রহমান, মাহাতাব এবং সুমন আলী।
এ ব্যাপারে গরুর মালিক আবু সেতাব উদ্দিনের ছেলে আব্দুল খালেক বলেন, খাসেরহাট মাঠে গরুগুলো ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। বিকেল ৪টার দিকে হঠাৎ দেখি গরুগুলো নেই। খোঁজাখুঁজি করেও না পেয়ে থানায় অভিযোগ দায়ের করি। পরে জানতে পারি রাজশাহীতে চোরসহ গরুগুলো উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার ওসি মেহেদী হাসান জানান, শনিবার বিকেল ৪টার দিকে শিবগঞ্জ খাসেরহাটন এলাকা থেকে নয়টি গরু চুরি করে এই গরু চোর চক্র। এর মধ্যে একটি গরু বিক্রিও করে দিয়েছে তারা। রোববার ভোরে রাজশাহী সিটি হাটে বাকি আটটি গরু নিয়ে আসে বিক্রির জন্য। হাটে ডিউটিরত পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তা বলে। পরে তাদের দেওয়া তথ্যে জানা যায়, গরুগুলো চুরি করে নিয়ে আনে তারা। পরে গরুর মালিককে ডেকে তার গরু শনাক্ত করে চোরদের চিহ্নিত করা হয়।
তিনি আরো জানান, বিষয়টি শিবগঞ্জ থানাকে অবগত করা হয়েছে। শিবগঞ্জ থানায় চুরির অভিযোগ করায় ঐ থানা হেফাজতেই গরু এবং চোরদের বুঝিয়ে দেওয়া হবে। পরে সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট থানা।