কুষ্টিয়ার মিরপুরে শ্যালোইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় রহিত নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।
শনিবার বিকেলের দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। শিশু রহিত মিরপুর উপজেলার বারুইপাড়া ইউপির ঢেপাহাটি গ্রামের রুবেল হোসেনের ছেলে।
মিরপুর থানার ওসি গোলাম মস্তফা জানান, শনিবার সকালে বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল রহিত। ওই সময় একটি ট্রলির তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় রহিত মারা যায়।
তিনি আরো বলেন, এ ঘটনায় ট্রলি চালক হাসিবুল ইসলামকে আটক করা হয়েছে। ট্রলিটিও জব্দ করা হয়েছে। আটক হাসিবুল একই উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া এলাকার মোনছের গাইনের ছেলে।