লিবিয়ায় দুই দল মিলিশিয়ার মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ১৪০ জন।
শনিবার (২৭ আগস্ট) রাজধানী ত্রিপলিতে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
উত্তর আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার জেরে লিবিয়ায় থেমে থেমে সহিংসতা হচ্ছে। ন্যাটো সমর্থিত বিদ্রোহীরা ২০১১ সালে দেশটির দীর্ঘ সময়ের শাসক মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা করে। সেই থেকে দেশটিতে বিশৃঙ্খলা চলছে।
প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষে নিহতদের মধ্যে মুস্তফা বারাকা নামে একজন কৌতুক-অভিনেতা ছিলেন। মিলিশিয়া এবং দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশ করতেন। বুকে গুলি লাগার ফলে তিনি নিহত হন।
লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানীর হাসপাতাল এবং মেডিকেল সেন্টারেও গোলাবর্ষণ কর হয়েছে। অ্যাম্বুলেন্স টিমকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়া থেকে বাধা প্রদান করা হয়েছে।
ত্রিপলির নগর কাউন্সিল ঘটনার জন্য শাসক রাজনৈতিকদের দোষারোপ করেছে। সহিংসতার ফলে শহরের নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে খবরে বলা হয়েছে।