ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির এক চা-বাগানে হামলা করেছে একটি দলছুট বুনো হাতি। একটি ট্রাক্টরকে শুঁড় দিয়ে তুলে আছাড় মারে হাতিটি।
শুক্রবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সকালে মেটেলি ব্লকের বড়দিঘি চা-বাগানে এ ঘটনা ঘটেছে। ট্রাক্টরের চালক ও খালাসি লাফ দিয়ে পালাতে গিয়ে আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়দিঘি চা-বাগানের পাঁচ নম্বর সেকশনে কীটনাশক স্প্রে করার জন্য ট্রাক্টরে করে ট্যাংক নিয়ে যাচ্ছিলেন চালক সঞ্জীব কেরকাট্টা এবং খালাসি বাবলু ওরাও। হাতিটি একটি রাস্তার বাঁকে এক কোণে দাঁড়িয়ে থাকায় সঞ্জিব দেখতে পাননি। ট্রাক্টরটি হাতির কাছে চলে এলে হাতিটি বিকট চিৎকার করে ট্রাক্টরটি শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে। সঞ্জীব এবং বাবলু ভয় পেয়ে চলন্ত ট্রাক্টর থেকে ঝাঁপ দিয়ে পালাতে গিয়ে আহত হন।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন দপ্তর জানিয়েছে, চা-বাগানটি গরুমারা জঙ্গলের কাছে। তাই সেখানে প্রায়ই হাতির আনাগোনা ঘটে। এর আগে দলছুট দাঁতালের হামলার ঘটনাও ঘটেছে সেখানে।
সূত্র: আনন্দবাজার