শ্রীনগরে তিন ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে জরিমানা।
সাখাওয়াত ফারহান ||
মুন্সিগঞ্জ: শ্রীনগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশ্চিম বেজগাঁও ২টি চালের দোকানে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী নিদিষ্ট পণ্য ভিন্ন উপায়ে প্যাকেটজাত করার অপরাধে তাদেরকে জরিমানা করা হয়। ভাই ভাই ট্রেডার্স মালিক মো. ভুলুকে ১০ হাজার ও স্বর্ণা রাইস এজেন্সীর মালিক রাকিব হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে উপজেলার তন্তর-নওপাড়া সড়কের পূর্ব বেজগাঁও অটো স্ট্যান্ডের ফাইন বেকারীকে অপরিস্কার-অপরিচ্ছন্ন, নোংরা এবং মেয়াদ উর্ত্তীণ খাবার সামগ্রী রাখার দায়ে বেকারীর মালিক আল আমিনকে তিন হাজার টাকা আর্থিক জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সেনেটারী ইন্সেপেক্টর নাসরিন সুলতানা, পাট উন্নয়ন অফিসার (কেবিডি) মো. ওসমান আলী শেখ, শ্রীনগর থানার এসআই জিন্নাত আলী, ভূমি অফিস সহকারী সাইদুর রহমান প্রমুখ।