চট্টগ্রামের সাতকানিয়ায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরুল ইসলাম বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রওশনুজ্জামানের ছেলে। তিনি সাতকানিয়া উপজেলার একটি মাদরাসার শিক্ষক।
জানা গেছে, গত বুধবার পড়া শেষে মাদরাসার শ্রেণিকক্ষ কক্ষ পরিষ্কারের কথা বলে ঐ ছাত্রীকে বসিয়ে রাখেন শিক্ষক নুরুল ইসলাম। পরে অন্য শিক্ষার্থীরা চলে গেলে কক্ষের দরজা আটকে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে থানায় অভিযোগ দেয় ভুক্তভোগীর পরিবার।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।