সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর বাজার এলাকা থেকে ৫৪৫ ইয়াবাসহ সাইফুল ইসলাম বকুল বিশ্বাস (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২৬ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল আলীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম বকুল বিশ্বাসকে ৫৪৫ হাতেনাতে আটক করে।
পরবর্তীতে জব্দকৃত আলামত ও আটককৃত আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।