সম্পর্কিত খবর
ঝিনাইদহ সদর উপজেলার কাশিপুর গ্রামে সাপের কামড়ে মুন্নি খাতুন নামে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। মুন্নি কাশিপুর গ্রামের বছির মিয়ার মেয়ে। শিশুটি কাশিমপুর ব্র্যাক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
স্বজনদের বরাত দিয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, রাতে বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল মুন্নি। ভোরে তাকে একটি বিষধর সাপ কামড় দেয়। যন্ত্রণা শুরু হলে বাবা-মাকে বিষয়টি জানায় শিশুটি। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন তারা। অবস্থার অবনতি হলে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়।