বাঙালি ভ্রমণবিলাসী। একটু ফুরসত পেলেই বেরিয়ে পড়ে ঘুরতে। হাতে হয়তো মাত্র চার দিনের ছুটি। অল্প সময়ের জন্য হলেও চলে যান কক্সবাজার কিংবা সিলেটের জাফলং। এখন বর্ষাকাল। সময়-অসময়ে হুড়মুড়িয়ে নামছে বৃষ্টি। তাই বলে পুরো বর্ষাকাল তো আর বাড়ি বসে কাটিয়ে দেওয়া যায় না। হাতে কয়েকটি দিন ছুটি থাকলে, কম খরচে একটু দূরে কোথাও বেরিয়ে আসতে পারেন ভারতের চার স্থানে। আসুন জেনে নেই কম ছুটিতে ঘুরে আসার জায়গা সম্পর্কে-
গোয়া
বাঙালির পছন্দের গন্তব্য হিসেবে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে গোয়া। বর্ষায় সৈকত-রাজ্যের রূপ আরো সুন্দর হয়ে ওঠে। সমুদ্রের তীর ঘেঁষে অন্য রকম ছুটি কাটাতে গোয়া অন্যতম আদর্শ জায়গা। পরিবারকে সঙ্গে নিয়েও কয়েকটি দিন ছুটি কাটিয়ে আসতে পারেন গোয়া থেকে। তবে মধুচন্দ্রিমা কিংবা ‘সোলো ট্রিপ’-এর পরিকল্পনা থাকলেও পাড়ি দিতে পারেন গোয়া।
কেরল
ঐতিহ্য, সংস্কৃতি ও অপার প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধনের নাম কেরল। ভারতের দক্ষিণ-পশ্চিম প্রান্তে মালাবার উপকূল জুড়ে গড়ে ওঠা রাজ্যটি ভারতের পর্যটন মানচিত্রের অন্যতম নাম। আরবসাগরের ঢেউ, সবুজ চা-বাগান, পর্বত, উচ্ছল ঝরনা, গ্রামজীবন, কফি ও মশলা বাগান- এতো সৌন্দর্য-সমৃদ্ধ কেরল যেন স্বর্গের দেশ। বর্ষায় বেড়াতে যাওয়ার পরিকল্পনায় রাখতে পারেন কেরলের নাম।
আন্দামান
পানির নিচে রঙের বাহার নিয়ে অবস্থান করা আন্দামান-নিকোবার দ্বীপপুঞ্জ বর্ষায় বেড়াতে যাওয়ার অন্যতম সেরা ঠিকানা। নীলের সমারোহ আর নির্জনতা ঘেরা আন্দামানে বর্ষায় ঘুরে আসতেই পারেন।
শিলং
বর্ষার পানিতে পেতেই শিলং যেন আরো মায়াবী হয়ে ওঠে। সবুজ পাহাড়, মনোরম মৃদুমন্দ হাওয়া, ঝিরঝিরে বৃষ্টির জন্য শিলংকে পূর্ব ভারতের স্কটল্যান্ড বলা হয়। বৃষ্টির মরসুমে শহরের কোলাহল থেকে কিছু দিনের জন্য দূরে থাকতে চাইলে শিলং আর্দশ জায়গা হতে পারে।