নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় জাওয়াদ নামে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ সময় ঐ শিশুর সঙ্গে থাকা তার মায়ের নানি আহত হয়েছেন।
শনিবার দুপুরে মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাওয়াদ সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকার জহিরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে শিশু জাওয়াদ এবং তার মায়ের নানি মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকা দিয়ে রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে কুমিল্লাগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে জাওয়াদ ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় তার মায়ের নানি আনোয়ারা বেগম। স্থানীয়রা আহত আনোয়ারা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি নবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বাসটি উদ্ধার করা হলেও চালক এবং হেলপার পালিয়ে যান।