কুড়িগ্রামের রৌমারীতে স্কুলে যাওয়ার পথে মাথায় গাছ পড়ে আব্দুল্লাহ আল নোমান রাব্বী নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর শৌলমারী ইউপির পূর্ব পাখিওড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্কুলছাত্র চর শৌলমারী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। সে ওই ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের শাহ আলমের ছেলে।
নিশ্চিত করেছেন রৌমারী থানার ওসি রুপ কুমার সরকার।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে স্কুলে যাচ্ছিল রাব্বী। ওই সময় পূর্ব পাখিওড়া গ্রামে সড়কের পাশে একদল কাঠুরিয়া গাছ কাটছিল। এ সময় একটি ডাল তার মাথায় ভেঙে পড়ে। এতে সে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।