চট্টগ্রাম নগরের ইপিজেডে গৃহবধূ হত্যার ঘটনায় স্বামী আলী আজগর আকনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।
এর আগে, শনিবার রাতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ রাজপাশা এলাকার এসকান্দরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আলী আজগর আকন রাজপাশা এলাকার মকবুল আকনের ছেলে।
র্যাব জানায়, আলী আজগর আকন পেশায় রিকশাচালক। তার স্ত্রী ইপিজেড এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তিন সন্তান নিয়ে ইপিজেড এলাকায় ভাড়া বাসায় থাকতেন তারা। সংসারের বিভিন্ন বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কথা কাটাকাটি ও ঝগড়া হতো। বৃহস্পতিবার বিকেলে স্ত্রী চাকরি শেষে বাসায় ফিরলে রাতে দুজনের মধ্যে ঝগড়া হয়। ওই সময় স্ত্রীকে মারধরের একপর্যায়ে শ্বাসরোধে হত্যা করেন আলী আজগর। এরপর তিনি বাসা ছেড়ে পালিয়ে যান। পরে ওই ঘটনায় ইপিজেড থানায় মামলা করেন নিহতের মা।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, ঘটনার পর অভিযুক্তকে ধরতে নজরদারি শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ রাজপাশা এলাকা থেকে আলী আজগর আকনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে চট্টগ্রাম ছেড়ে গ্রামের বাড়ি পালিয়ে গিয়েছিলেন আলী আজগর। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে নির্মমভাবে হত্যার কথা স্বীকার করেন তিনি। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।