কাজ খুঁজতে দশ বছর আগে ভারতের বিহার থেকে মধ্যপ্রদেশের জবলপুরে চলে এসেছিলেন রাজেশ। সেখানে সিওনি জেলার এক নারীর প্রেমে পড়েন তিনি। বিয়েও করেন তারা এবং দুইটি সন্তান জন্ম নেয়।
পরিবার হলেও মাথা গোঁজার ঠাঁই হয়নি রাজেশের পরিবারের। ফুটপাতেই দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে দিন পার করছিলেন তিনি। সংসার চালাতে একটি রিকশা কিনেন রাজেশ। সব ঠিকঠাক চলছিল। কিন্তু বেশ কিছু দিন আগে রাজেশের স্ত্রী অন্য এক ব্যক্তির সাথে পালিয়ে যান। অনেক খোঁজার পরেও রাজেশ তাকে পায়নি। দুই সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েন রাজেশ।
দিনে রিকশা চালালে সন্তানদের কে দেখবে? দুশ্চিন্তায় পড়ে যায় রাজেশ। শেষে কোনো উপায় না দেখে বড় সন্তানকে ফুটপাতে রেখে এক বছরের সন্তানকে কোলে নিয়েই রিকশা নিয়ে বেরিয়ে পড়েন রাজেশ। এভাবেই দিন কাটছে তার। দিনের পর দিন ছেলেকে কোলে নিয়ে রিকশা চালাচ্ছেন তিনি।
আরো পড়ুন>> গরুর শিং এ আগুন লাগিয়ে উৎসব, ঘটলো বড় অঘটন
ছেলেকে কোলে নিয়ে রিকশা চালানর দৃশ্য ভাইরাল হয়ে যায়। তারপর শিশু কল্যাণ কমিটি রাজেশের সাথে দেখা করেন। তারা রাজেশের দুই সন্তানকে দেখাশোনা করার প্রস্তাব দিয়েছে।
শিশু কল্যাণ কমিটি জানিয়েছে, তারা রাজেশকে সরকারি কিছু প্রকল্পের সুবিধা দেওয়ার কথা জানিয়েছে। তবে রাজেশ এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।
সূত্র: আনন্দবাজার