সম্পর্কিত খবর
দীর্ঘদিনের খরায় দিশেহারা হয়ে পড়েছিলেন সুনামগঞ্জের হাওরাঞ্চলের আমনচাষিরা। অবশেষে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছে তাদের মনে। হাসিও ফিরেছে মুখে। তবে আমন চাষাবাদ নিশ্চিতে আরো ১৫ দিন বৃষ্টির প্রয়োজন বলে জানিয়েছেন তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, সুনামগঞ্জে এবার আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা ৮১ হাজার হেক্টর। অন্যান্য বছর এ সময়ে আমনের চারা রোপণ শেষ পর্যায়ে থাকে। তবে এবার খরায় চাষাবাদ পিছিয়েছে। তবে শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত সুনামগঞ্জে বৃষ্টি হয়েছে। এতে আমন রোপণে অনেক চাষি নেমে পড়েছেন ক্ষেতে।
সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের কৃষক শামসু মিয়া বলেন, বৃষ্টি হয় না দেখে খুব চিন্তায় ছিলাম। অবশেষে বৃষ্টি হওয়া স্বস্তি ফিরল মনে।
বিশ্বম্ভরপুর উপজেলার কৃষক হারুন মিয়া বলেন, বৃষ্টি হওয়ায় যেমন ফসলের জন্য ভালো হয়েছে তেমনি পানি সেচে আমাদের যে বাড়তি খরচ হতো তা কিছুটা সাশ্রয় হয়েছে। আগামী ১৫ দিনে আরো বৃষ্টি হওয়া প্রয়োজন। তাহলে কৃষকদের জন্য ভালো হবে।
সদর উপজেলার কৃষি কর্মকর্তা সালাউদ্দিন টিপু বলেন, শুক্রবার ও শনিবারের বৃষ্টি আমন চাষে আশার সঞ্চার হয়েছে। শুধু তাই নয়, বৃষ্টিতে ফসলে থাকা পোকা কমবে। বাড়বে চাষাবাদও।