হবিগঞ্জের লাখাই উপজেলায় সাগর মিয়া নামে এক প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ৯টার দিকে লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত সাগর মিয়া একই গ্রামের সোয়া মিয়ার ছেলে।
লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম জানান, সাগর মিয়াকে সোমবার সকাল থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার খোঁজ পায়নি। একপর্যায়ে রাতে পশ্চিম মোড়াকড়ি এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, মৃত সাগর মিয়ার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।