নোয়াখালীর হাতিয়ায় পুকুরে ডুবে মুনতাহা বেগম ও তাহসিন উদ্দিন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা খালাত ভাই-বোন।
সোমবার দুপুরে হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আল-আমিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মুনতাহা বেগম একই ইউনিয়নের মো. নবীর উদ্দিনের মেয়ে এবং তাহসিন উদ্দিন ঐ এলাকার নিজাম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে মুনতাহা ও তাহসিন বাড়ির আঙিনায় খেলা করছিল। তারা পরিবারের সদস্যদের অগোচরে দুপুরের দিকে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর পারিবারের সদস্যরা আশপাশের সব জায়গায় খোঁজ করেও না পেয়ে বাড়ির পাশের পুকুরে গিয়ে দেখেন একজন ভাসছে। পরে স্থানীয়দের সহযোগিতায় দুই ভাই-বোনকে উদ্ধার করে। খবর পেয়ে স্থানীয় পল্লী চিকিৎসক এসে তাদের মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানার ওসি আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, কোনো অভিযোগ না থাকায় মৃত দুই শিশুর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।