রবিবার, অক্টোবর ১৩, ২০২৪

হেসেখেলেই আফগানদের ৫০ পার 

প্রকাশ :

মাত্র ১০৫ রানে লংকানদের আটকে দিয়ে এখন জয়ের জন্য ব্যাট করছে আফগানিস্তান। শুরুতে ওপেন করতে নামেন হজরতউল্লাহ জাজাই ও রহমতউল্লা গুরবাজ। লংকান বোলারদের সহজেই মোকাবেলা করে আফগান ব্যাটাররা ৪ ওভার ৩ বলে ৫০ রান পুর্ন করে।   

এখন পর্যন্ত আফগানিস্তান ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৮ রান সংগ্রহ করে। জাজাই ১৮ রান ও গুরবাজ ৩৪ রানে ব্যাট করছেন।

চার বছর পর পর্দা উঠল এশিয়ার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট এশিয়া কাপ ক্রিকেটের। উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার মুখোমুখি আফগানিস্তান। এ ম্যাচে যেন অচেনা এক শ্রীলংকাকে দেখলো উপমহাদেশ। আফগান বোলারদের দাপুটে বোলিংয়ে ১০ উইকেট হারিয়ে ১০৫ রানে আটকে যায় শক্তিশালী শ্রীলংকা। 

নিজেদের শততম ম্যাচ খেলা আফগানদের গোলার আঘাতে শুরুতে যেন সামলেই উঠতে পারেনি লংকানরা। শুরুতেই ৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তারপর ১৫ ওভারে গিয়ে ৭৩ রানেই হারাতে হয় তাদের ৮ উইকেট। শেষ পর্যন্ত ১৯ ওভার ৪ বলে ১০৫ রানে গিয়ে থামে লংকানদের ইনিংস। ফলে আফগানদের সামনে ম্যাচে জয়ী হতে টার্গেট গিয়ে দাঁড়ায় ১০৬ রানের।

শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠান আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। শ্রীলংকার বিপক্ষে আজকের ম্যাচটি আফগানিস্তানের জন্য স্মরণীয় হয়ে গেল। কেননা আজ শততম টি-২০ ম্যাচ খেলতে নামে আফগানরা।

খেলার প্রথম থেকেই শ্রীলংকাকে চেপে ধরেন নবিরা।  প্রথম ২ ওভারে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলংকা। সেখান থেকে যেন আর বেরই হতে পারেনি লংকানরা। 

ম্যাচে ওপেন করতে নামেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস।  প্রথম বলেই এক রান নিয়ে মেন্ডিসকে স্ট্রাইক দেন পাথুম নিশাঙ্কা।  তিন বলে ফেস করলেও পঞ্চম বলে এলবি হয়ে ঘরে ফেরেন কুশল মেন্ডিস।  এরপরের বলে একইভাবে শূন্য রানে ঘরে ফেরেন চারিথ আসালঙ্কা।

এরপর বলে আসেন নাভিন উল হক। নিজের শেষ বলে উইকেটের পেছনে থাকা রহমানুল্লাহ গুরবাজের হাত ক্যাচ বানিয়ে ৩ রানে ফেরান পাথুম নিশাঙ্কাকে। ৫ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে শ্রীলংকা। ফজল হক ফারুকি নিজের দ্বিতীয় আর লঙ্কান ইনিংসের তৃতীয় ওভারটি দেন মেইডেন। ফলে প্রথম ৩ ওভারে মাত্র ৫ রান তুলতে পারে লংকানরা।

সেই চাপ কাটিয়ে উঠতে চতুর্থ ওভারে নাভিন উল হকের ওপর চড়াও হন ভানুকা রাজাপাকসে আর দানুশকা গুনাথিলাকা। রাজাপাকসের ছক্কা আর গুনাথিলাকার বাউন্ডারিতে ওই ওভারে ১৩ রান তুলে নেয় শ্রীলংকা। পঞ্চম ওভারে মুজিব উর রহমান দেন মাত্র ৩ রান। তবে আজমতউল্লাহ ওমরজাইয়ের করা পরের ওভারেই দুটি করে ৪টি চার মেরে ২০ রান তুলে নেন রাজাপাকসে আর গুনাথিলাকা। তাতে পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেটে ৪১ রান পায় লংকানরা।

৩১ বলে ৪৪ রানের জুটি গড়েন রাজাপাকসে আর গুনাথিলাকা। কিন্তু দলের রান পঞ্চাশ ছুঁতেই ভুল করে বসেন ধীরগতির গুনাথিলাকা। মুজিব উর রহমানকে রিভার্স সুইপ খেলে ডিপ পয়েন্টে ক্যাচ হন ১৭ বলে ১৭ করা এই ব্যাটার।আফগান অফস্পিনারের দ্বিতীয় শিকার হাসারাঙ্গা। ৮ বলে মাত্র ২ রান করে মিডঅফে নাবির হাতে ক্যাচ তুলে দেন এই অলরাউন্ডার। ৬০ রানে ৫ উইকেট হারায় লঙ্কানরা।

পরের ওভারে নাবির বেরিয়ে যাওয়া বলে ব্যাট চালিয়ে উইকেটরক্ষকের ক্যাচ হন অধিনায়ক দাসুন শানাকাও (০)। নাবির করা ইনিংসের ১৩তম ওভারে টানা দুই বলে দুই রানআউট শেষ আশাটাও শেষ করে দেয় লংকানদের। ২৯ বলে ৩৮ করে ভানুকা রাজাপাকসে ফেরার পর মাহিশ থিকশানাও রানআউট হন না বুঝেই রান নিতে গিয়ে।

৭৫ রানে ৯ উইকেট হারানো লঙ্কানদের এরপর একাই টেনে নিয়েছেন লোয়ার অর্ডারের চামিকা করুনারত্নে। ইনিংসের শেষ ওভারে এসে ফারুকির বলে বোল্ড হন এই ব্যাটার। আউট হবার আগে করেন ৩৮ বলে ৩১ রান।

আফগান বোলারদের মধ্যে সবচেয়ে সফল হন ফারুকি। মাত্র ১১ রানে ৩ উইকেট শিকার করেন এই্ বাঁহাতি পেসার। দুটি করে উইকেট মোহাম্মদ নাবি আর মুজিব উর রহমানের।

২০১৬ সালের পর দ্বিতীয়বারের মতো টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে এবারের এশিয়া কাপ।   

স্কোর:

শ্রীলংকা : ১০৫/১০ – ১৯.৪ ওভার

বানুকা রাজা পাকসে: ৩৮

চামিকা করুনারত্নে: ৩১

আফগানিস্তান

ফজলহক ফারুকি: ৩

মুজিব : ২

নবী: ২
 

আরও পড়ুন

মন্তব্য করুন

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন

কোটিপতি হলেই কি সম্পদের সারচার্জ দিতে হবে?

মোঃ আতিকুল্লাহ সরকার,বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস সম্পদের সারচার্জ হল একটি অতিরিক্ত কর যা বিত্তবান বা উল্লেখযোগ্য সম্পত্তি সম্পন্ন...

দেশে প্রথম উপস্থাপনা নিয়ে রিয়েলিটি শো’র চ্যাম্পিয়ন ড্যাফোডিলের জয়া

মমতাজ হারবাল প্রোডাক্টস এর সার্বিক সহযোগিতায় এনটিভি আয়োজিত ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা ‘আলো ছড়াবে উপস্থাপনায়’। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের...

পাবিপ্রবিতে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ছাত্রীর আত্মহত্যা

পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সিলিং ফ্যানের সাথে গলায় ফাস দিয়ে আত্নহত্যা করেছে। ঐ...

বাংলা চলচ্চিত্রের প্রথমবার শেখ ফরিদ পলক; ফাস্ট লুকেই বাজিমাত

নিজস্ব প্রতিবেদক: প্রকাশ পেয়েছে ‘জয় বাংলা ধ্বনি’ সিনেমার তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলকের ফার্স্ট লুক। শুক্রবার...

পাবিপ্রবির বিআরটিসি বাস ভাঙচুর, আহত ১

দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা চলা টানা ৪৮ ঘন্টার হরতালে ভাঙচুর করা হয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি)...

এ সম্পর্কিত আরও পড়ুন

পাবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে মারামারি, আহত ২

নবীনবরণের অনুষ্ঠান কেমন হবে এ নিয়ে প্রথমে কাটাকাটি, এরপর...

ঢাবিতে আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপিত

ঢাবি প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ইয়োগা দিবস ইয়োগা...

ঈদের ছুটি শেষ, বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা ফিরছে ক্যাম্পাসে

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: দীর্ঘ প্রায় ২০ দিনের ছুটি শেষে খুলেছে...

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর আত্নহত্যা

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও...