নরসিংদীর শিবপুরে ৩০ কেজি গাঁজাসহ তাসমিয়া রশিদ নোভা নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন। গ্রেফতার তাসমিয়া রশিদ নোভা ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কাজীপাড়া এলাকার বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি সবুজ রংয়ের প্রাইভেটকারযোগে গাঁজার একটি চালান নরসিংদীর দিকে আসছে, এমন খবর পায় পুলিশ। পরে ঢাকা-সিলেট মহাসড়কের গাবতলী বাসস্ট্যান্ডের কাছে পৌঁছলে গাড়টিকে থামার জন্য সিগন্যাল দেয় পুলিশ। এ সময় চালক গতি পরিবর্তন করে দক্ষিণ দিকে যশোর সড়কে ঢুকে যায়। একপর্যায়ে চালক গাড়ি ওই এলাকার একটি টং দোকানের সামনে রেখে পালিয়ে যান।
এ সময় গাড়িতে থাকা তাসমিয়াকে গ্রেফতার করা হয়। পরে গাড়িটি তল্লাশী করে ২৮টি প্যাকেটে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িটিও জব্দ করা হয়। এ ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা হয়েছে।