ডব্লিউটিও মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়েলা বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়াকে মসৃণ করতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি জানান, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল বাংলাদেশে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।
অধ্যাপক ইউনূস দেশের অর্থনৈতিক অগ্রগতিতে দুর্নীতি রোধ ও যুবশক্তির কার্যকর ভূমিকার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ দ্রুত বিশ্বের অন্যতম বড় উৎপাদন কেন্দ্র হতে পারে।
ড. এনগোজি বাংলাদেশের তরুণদের উদ্দীপনাকে প্রশংসা করে বলেন, বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে এসেছে, যা বৈশ্বিক বিনিয়োগের পথ সুগম করবে।