অমর একুশে বইমেলা শুরু হতে যাচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্যে। স্টল নির্মাণ শেষের পথে, মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
এবার বাতিঘর প্রথমবারের মতো প্যাভিলিয়ন পেয়েছে, প্রকাশ করবে ৬০টি নতুন বই। শিশু প্রকাশনা দোলন এবারই প্রথম শিশু চত্বরে স্টল পেয়েছে।
বাংলা একাডেমি জানিয়েছে, মেলার নিরাপত্তা ও নান্দনিকতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিতর্কিত, মুক্তিযুদ্ধবিরোধী বা সাম্প্রদায়িক বই নিষিদ্ধ থাকবে।সেরা বই ও প্রকাশকদের জন্য চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কারসহ চারটি পুরস্কার থাকবে। থাকবে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মোড়ক উন্মোচন মঞ্চ।
মেলার সময়সূচি:
সপ্তাহের প্রতিদিন: বিকাল ৩টা – রাত ৯টা
ছুটির দিন: সকাল ১১টা – রাত ৯টা
একুশে ফেব্রুয়ারি: সকাল ৭টা – রাত ৯টা
বইপ্রেমীদের জন্য অপেক্ষা করছে বর্ণিল এক মেলা