বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের সংশোধিত তালিকা থেকে নিজের নাম বাদ পড়ায় উল্টো কৃতজ্ঞতা প্রকাশ করলেন লেখক-গবেষক ড. মোহাম্মদ হাননান।
গত ২৩ জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪-এর তালিকা ঘোষণা করা হয়।তবে বিতর্কের জেরে ২৫ জানুয়ারি সেই তালিকা স্থগিত করা হয়।৩০ জানুয়ারি সংশোধিত তালিকা প্রকাশ করা হলে তিনজন লেখকের নাম বাদ পড়ে—তাদের মধ্যে একজন ড. মোহাম্মদ হাননান।
বাংলা একাডেমির সিদ্ধান্তে কোনো খেদ নেই বরং স্বস্তি অনুভব করছেন তিনি। বিবৃতিতে লেখেন,“আমি যে দলহীন, গোত্রহীন একজন লেখক, তা এবার প্রমাণিত হলো। এ জন্য বাংলা একাডেমিকে ধন্যবাদ জানাই।”৪০ বছরের লেখকজীবন, ১৩৪টি গ্রন্থ(গবেষণা গ্রন্থ: ৫৮টি,শিশু-কিশোর সাহিত্য: ২০টি,সম্পাদিত ও অন্যান্য গ্রন্থ মিলিয়ে মোট প্রকাশনা: ১৩৪টি)
মুক্তিযুদ্ধ গবেষণায় অবদান,”বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস” (১৪ খণ্ড),”বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস” (১৯৯১),”বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধে আলেম সমাজের ভূমিকা” (২০২৩)
ড. হাননান বলেন,“মানুষ আমাকে খুব কমই চেনে। তাই আমার কাজ সম্পর্কে জানানো দরকার মনে করলাম।”