বাংলা একাডেমিতে মাসব্যাপী অমর একুশে বইমেলা উদ্বোধন করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “একুশ মানে জাগরণ, একুশ মানে দৃঢ় বন্ধন। একুশের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়েছে, যার উদাহরণ হলো গত বছরের জুলাই গণঅভ্যুত্থান।”
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে আয়োজিত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
ছাত্র-জনতা ও শ্রমিকদের আত্মত্যাগ স্মরণ করে ড. ইউনূস বলেন, “৫ আগস্টের ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারের অবসান হয়েছে। তরুণদের এই সাহসী লড়াই বিশ্বকে বিস্মিত করেছে। এই বিজয়ই ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রতিজ্ঞা নিয়ে এসেছে।”
তিনি আরও বলেন, “বরকত, সালাম, রফিক, জাব্বারের রক্তের যে অঙ্গীকার, তা অর্ধশতাব্দী পর জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বিস্ফোরিত হয়েছে, যা আমাদের মধ্যে নতুন বাংলাদেশের স্বপ্ন জাগিয়ে তুলেছে।”
অনুষ্ঠানের বিশেষ অতিথি সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বাংলা একাডেমির গবেষণা উদ্যোগকে আরও বিস্তৃত করার আহ্বান জানান। তিনি বলেন, “বাংলা একাডেমিকে গবেষণার দিকেও সমান গুরুত্ব দিতে হবে।”
পুরস্কার বিতর্ক নিয়ে তিনি বলেন, “বাংলা একাডেমি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তবে সিদ্ধান্তের অপব্যবহারে ফ্যাসিবাদের দোসররা জায়গা করে নিয়েছে। ফলে পুরস্কার স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে আমার ব্যক্তিগত কোনো প্রভাব নেই।”
ড. ইউনূস বইমেলার আয়োজকদের প্রশংসা করে বলেন, “প্রবেশ ও বাহির পথে দেয়ালচিত্রের মাধ্যমে একুশের চেতনা তুলে ধরা প্রশংসনীয় উদ্যোগ। এই মেলা শুধু বইয়ের নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও সংগ্রামের প্রতিচ্ছবি।”