অমর একুশে বইমেলার একটি পোস্টারে ইতিহাস বিকৃতির অভিযোগ উঠলে তা সরিয়ে নিয়েছে বাংলা একাডেমি। বিতর্কিত ওই পোস্টারে ১৯৭১ সালের ১৫ মার্চ শহীদ মিনারে অনুষ্ঠিত নারীদের সমাবেশের একটি ছবি ব্যবহার করে সেটিকে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনা হিসেবে উপস্থাপন করা হয়। বিষয়টি নজরে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।
পোস্টারে থাকা ছবিতে বাঁশের লাঠি হাতে বসে থাকা নারী বীর মুক্তিযোদ্ধা কাজী ফেরদৌস হক লিনু, যিনি সরাসরি এই বিকৃতির প্রতিবাদ জানান। তিনি বলেন, “১৯৭১ সালের ১৫ মার্চ শহীদ মিনারে নারীদের করণীয় নিয়ে সমাবেশ হয়, যার নেতৃত্ব দেন সুফিয়া কামাল। সেখানে স্বাধীনতার স্লোগান ছিল, ভাষা আন্দোলনের নয়।”
সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠলে বাংলা একাডেমি দ্রুত পোস্টারটি সরিয়ে নেয়। একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, “এটি বাংলা একাডেমির তৈরি করা পোস্টার নয়, তবে বইমেলার পোস্টার। আমরা বিষয়টি জানার পরই তা সরিয়ে ফেলেছি।”
এ ঘটনায় ইতিহাস বিকৃতির জন্য দায়ী পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।