শিক্ষার্থীদের মান উন্নয়ন এবং শতভাগ ভালো ফলাফল নিশ্চিত করণে অভিভাবকদের সাথে মত বিনিময় সভা আয়োজন করেছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ।
শুক্রবার (২১ অক্টোবর) সকালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক শিক্ষক সমাবেশে ২০২১-২২ সেশনের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
এতে কলেজে পরিচালনা পর্ষদ ও শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর মধ্যে অভিভাবকদের সাথে সরাসরি মত বিনিময়ের সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের মান উন্নয়ন এবং সহশিক্ষা নিয়ে কলেজ অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আল ফারুক সিদ্দিকী, বিএসপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল বলেন, কলেজে সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য ৪টি হাউস এবং ২৫ টি ক্লাব রয়েছে যা শির্ক্ষাথীদের মাঝে নেতৃত্বের গুণাবলী বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি আরো বলেন, পুঁথিগত শিক্ষা একজন মানুষ কে বাস্তব জীবনে সঠিক নিদের্শনা দিতে সমর্থ হয় না।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সুপরিকল্পিত এবং প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব ধর্মী এবং যুগোপযোগী শিক্ষার উপর সব সময় গুরুত্বরোপ করে আসছে।
এবং আমরা মনে করি, ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের ত্রিমুখী চেষ্টা আমাদের সফলতার মূল চাবিকাঠি।