আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভূগোল ডিপার্টমেন্ট কর্তৃক সাবেক শির্ক্ষাথীদের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজিত।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর ১ সংলগ্ন “দ্যা হাব রুফটপ রেস্টুরেন্টে” এ অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে।
গল্প-আড্ডা, ছবি তোলা, কুশল বিনিময় ও স্মৃতিচারণা এবং আরো নানাবিধ আয়োজনের মধ্য দিয়ে অতিবাহিত হয় অনুষ্ঠানটি যার প্রধান ছিলো প্রাক্তন শিক্ষার্থীদের সরব উপস্থিতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভূগোল বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মাদ হাছান ।
তিনি বলেন, আজ খুব ভালো লাগছে, এত দিন পরে সবাইকে একসঙ্গে পেয়েছি।
এবং এই পুনর্মিলনীর মাধ্যমে আমরা আবারও সংগঠিত হতে চাই।
পুনর্মিলনী অনুষ্ঠান কে কেন্দ্র করে ২০২০ ব্যাচের শির্ক্ষাথী মাশরাফি রহমান অর্ণব বলেন, বন্ধুত্বের কোনো শেষ হয় না হাজার বছর কথা না হলেও। ক্যারিয়ারের জন্য আমরা কলেজের সবাই আলাদা হয়ে গিয়েছি অনেকে হারিয়ে গিয়েছি কিন্তু তাদের প্রতি ভালোবাসা একটুও কমেনি। আমাদের অনেকদিন ধরেই ভাবনা ছিলো একটি পূনর্মিলনী আয়োজন করার আলহামদুলিল্লাহ তা সুন্দর ভাবে সফল হয়েছে। দিন শেষে তাদের সাথে আবার দেখা হওয়া আমাকে আমার কলেজের স্মৃতি মনে করিয়ে দিয়েছে। প্রতিবছর এটি আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করছি আমি এবং আমার সহপাঠীরা।
উল্লেখ্য, ভূগোল ডিপার্টমেন্ট কর্তৃক পুনর্মিলনী অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো তরুণ প্রজন্মের গণমাধ্যম “দৈনিক নব প্রভাত”।