ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত শেখ রাসেল স্মৃতি বিতর্ক প্রতিযোগিতায় ফাইনাল পর্বে খালেদা জিয়া হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল।
সোমবার (১৭ অক্টোবর) শেখ রাসেল হলের টিভি রুমে অনুষ্ঠিত হয় বিতর্কের এ ফাইনার পর্ব। ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও শেখ রাসেল হল যৌথভাবে বঙ্গবন্ধু কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে এ বিতর্কের আয়োজন করে।
ফাইনাল প্রতিযোগিতার ছায়া সংসদে সরকারী দল হিসেবে খালেদা জিয়া হল ও বিরোধী দল হিসেবে বঙ্গমাতা হল যুক্তিতর্ক উপস্থাপন করে। এতে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন বঙ্গমাতা হলের সাংসদ মারজান সাইদা। ছায়া সংসদে স্পিকার হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আহ্বায়ক রুমি নোমান। বিচারক হিসেবে ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. হাবিবুর রহমান , বায়োটেকনোলজি এ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস এবং ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুুুুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, শেখ রাসেল হল প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, খালেদা জিয়া হল প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান।
এর আগে গত রবিবার প্রতিযোগিতার সেমিফাইনাল পর্বে শেখ রাসেল হলকে হারিয়ে বঙ্গমাতা হল ও সাদ্দাম হোসেন হলকে হারিয়ে খালেদা জিয়া হল ফাইনাল নিশ্চিত করে। প্রথম রাউন্ড বিতর্ক প্রতিযোগিতায় শহীদ জিয়াউর রহমান হল বনাম খালেদা জিয়া হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল বনাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, সাদ্দাম হোসেন হল বনাম দেশরত্ন শেখ হাসিনা হল এবং লালন শাহ হল বনাম শেখ রাসেল হল অংশগ্রহণ করে।