‘বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও সমাজকর্ম শিক্ষা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় ঢাকা মহানগর মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের উদ্যোগে কলেজ মিলনায়তনে এ আলোচনা সবা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর তাহমিনা হক, বিশেষ অতিথি হিসেবে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, মূখ্য আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম ও সভাপতি হিসেবে বিভাগীয় প্রধান সেলিনা সুলতানা উপস্থিত ছিলেন।
মূখ্য আলোচকের ভূমিকায় ড. মোঃ নুরুল ইসলাম বলেন, বর্তমান প্রেক্ষাপটে আর্থ-সামাজিক উন্নয়নে সমাজকর্ম শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বৈশ্বিক প্রেক্ষাপটে উন্নত দেশে সমাজকর্ম শিক্ষার অবস্থান তুলে ধরে দেশের সম্ভাবনার কথাও উল্লেখ করেন। আলোচনায় বিভাগীয় শিক্ষক গোলাম রসুল সানি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিশেষ করে করোনার মত মহামারীর সময়েও সমাজকর্ম শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
শিক্ষার্থীদের মানসিক শক্তি পুনরুদ্ধার সহ তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিতকরণে ও পড়ালেখায় মনোযোগ বৃদ্ধিতে এ শাখার প্রয়োগের সম্ভাবনা রয়েছে। আলোচনা শেষে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদের মাঝে গ্রাজুয়েশন ক্যাপ এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মাস্টার্স শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজন শেষ হয়।