ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রধান ফটক সংলগ্ন মহাসড়কে আবারও গাড়ির ধাক্কায় আহত হয়েছেন জান্নাতুন নাইম অন্তু নামের এক শিক্ষার্থী। শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহত ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৮-১৯ সেশনে অধ্যয়নরত।
জানা যায়, অন্তু বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনের রাস্তা পারাপারের সময় দ্রুতবেগে আসা এক ইজিবাইক ধাক্কা দেয় তাকে। এসময় সে পড়ে গেলে কোমরের উপর দিয়ে চলে যায় ইজিবাইকটি। এতে তার দুটি দাঁত ভেঙে যায় এবং কোমর ও হাঁটুতে গুরুতর আঘাত পায়। ঘটনার পর তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়ায় পাঠানো হয়েছে।
কর্তব্যরত চিকিৎসক ডা. এস এম শাহেদ হাসান বলেন, “ভুক্তভোগী ছাত্রীর উপর দিয়ে অটো চলে যাওয়ায় কোমর ও হাঁটুতে গুরুতর আঘাত পেয়েছে এবং সামনের দুটি দাঁত ভেঙে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আঘাতপ্রাপ্ত স্থানে কোন ফ্রাকচার হয়েছে কিনা তার জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়েছে।”
এ ঘটনার জেরে মহাসড়ক অবরোধ করে সন্ধ্যা সাড়ে ৬টায় আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। এসময় ‘আমার বোন আহত কেন? প্রশাসন জবাব চাই’ সহ নানান স্লোগান দিতে থাকেন তারা। প্রায় ১ ঘন্টা পরে মহাসড়ক ছেড়ে দিয়ে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় তারা স্থায়ী স্পিড ব্রেকার নির্মাণ, ফুট ওভার ব্রীজ নির্মাণ ও আহত শিক্ষার্থীর ক্ষতিপূরণের দাবি জানান।
পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম, ড. মুর্শিদ আলম ও শরিফুল ইসলাম জুয়েল ঘটনাস্থলে এসে উপস্থিত হন। তাদের আশ্বাসে প্রধান ফটকের তালা খুলে আন্দোলন তুলে নেন শিক্ষার্থীরা।
সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় প্রধান ফটক সংলগ্ন মহাসড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে শুনে ঘটনাস্থলে উপস্থিত হই। পরে তারা প্রধান ফটকে তালা দেয়৷ বিশ্বিবদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে তাদের দাবিগুলো উল্লেখ করে আগামীকাল সকাল সাড়ে ১১টায় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিতে বলেছি।”