ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন অভয়ারণ্যের প্রথম বর্ষপুর্তি উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) দিনটি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করেন তারা।
স্কুল শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ এবং বৃক্ষরোপণকে আনন্দের কাজ হিসেবে বোঝাতে এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি। এ সময় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৩০ টি বৃক্ষরোপণ করে ইবি ল্যাবরেটরি স্কুল এর শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন অভয়ারণ্য সহ সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন, সাধারণ সম্পাদক হাসিন ইন্তেসাফ অর্প, যুগ্ন সাধারণ সম্পাদক কুররাতুল আইন ঊর্মি, অর্থ সম্পাদক দীপ কর্মকার ও সাংগঠনিক সম্পাদক আরিফা ইসলাম প্রমুখ।
এ বিষয়ে সাধারণ সম্পাদক হাসিন ইন্তেসাফ অর্প বলেন, “এ পৃথিবীকে আমরা নতুন প্রজন্মের হাতে দিয়ে যাচ্ছি। তাই তাদেরকে পৃথিবীর যত্ন করতে শেখানোও আমাদের দায়িত্ব। আমরা এই আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে বৃক্ষ রোপণের আনন্দ ভাগাভাগি করে নিয়েছি, তাদের বোঝাতে চেষ্টা করেছি গাছ লাগানো বেশ মজার একটি কাজ।”
উল্লেখ্য, গত ৮ অক্টোবর স্বেচ্ছাসেবী সংগঠন অভয়ারণ্য পরিবেশপ্রেমী কর্মসূচীর ভিত্তিতে পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড – ২০২২ এর খুলনা বিভাগের বিভাগীয় চ্যাম্পিয়ন হয়।