ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আইন বিভাগের উদ্যোগে আন্তঃসেশন বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় মীর মোশাররফ হোসেন ভবনে আইন বিভাগের ৩২৭ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
‘ফেসবুক একটি সামাজিক ব্যাধি’ শিরোনামে বিতর্কে পক্ষে অংশগ্রহণ করেন সরকারি দল ও বিপক্ষে অবস্থান নেয় বিরোধী দল।
বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দলের নেতৃত্ব দেন মেহেদী হাসান (প্রধানমন্ত্রী), আয়িশা খাতুন (মন্ত্রী) ও সোলাইমান তালুকদার (দলীয় সাংসদ)। বিরোধী দলের নেতৃত্ব দেন তন্ময় ঘোষ (দলীয় নেতা), ইকরামুল হক (উপনেতা) ও রায়হান বিশ্বাস (দলীয় সাংসদ)।
বিতর্কে অতিথি হিসেবে ছিলেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মণ্ডল, অধ্যাপক আনিচুর রহমান, সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খাঁন ও ইবি ডিবেটিং সোসাইটির আহ্বায়ক রুমি নোমান। সভাপতি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সদস্য মাহাদী হাসান।
বিতর্ক প্রতিযোগিতায় বিরোধী দলকে বিজয়ী ঘোষণা করা হয়। সেরা বিতার্কিক নির্বাচিত হন সরকারি দলের সাংসদ সোলাইমান তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. রেবা মণ্ডল বলেন, ‘যেখানে যুক্তি আছে সেখানে মুক্তি আছে
এবং সেখানে মানসিক বিকাশের ক্ষেত্রও আছে।বির্তকের মাধ্যমে আমরা যুক্তিবাদী হতে শিখি এবং কথার মধ্যে সাবলিলতা ও মাধুর্য্যতা বৃদ্ধি পায়।’