ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক আরবি ভাষা দিবস-২০২২ পালিত হয়েছে। দিনটি উপলক্ষে আরবি ভাষা সাহিত্য বিভাগের আয়োজনে এক বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনের সামনে থেকে র্যালিটি শুরু করে বিভাগটি। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি পুনরায় একই স্থানে এসে মিলিত হয়। র্যালি পরবর্তী অনুষদ ভবনে বিভাগটির শিক্ষার্থীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিভাগটির সভাপতি অধ্যাপক ড. মোঃ আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিভাগটির সাবেক সভাপতি অধ্যাপক ড. মাহফুজুর রহমান, অধ্যাপক ড. মোস্তাক এম এ এম মনোয়ার আলী। আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মাদ আব্দুল্লাহ, অধ্যাপক ড. আব্দুল মালেক, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. আবু সাইদ মোহাম্মদ আলী, অধ্যাপক ড. ওয়াবাইদুল ইসলাম, এছাড়াও অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলাম, অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী, অধ্যাপক ড. কামরুল হাসান, অধ্যাপক ড. কাউসার বাকি বিল্লাহ ও অধ্যাপক ড. রফিকুল ইসলাম। এছাড়া বিভাগটির দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন করেন অধ্যাপক ড. নুর মোহাম্মদ।
বিভাগটির সাবেক সভাপতি অধ্যাপক ড. মাহফুজুর রহমান বলেন, ‘আরবী ভাষার বিশেষত্ব অপরিসীম। এটা মহান আল্লাহ তায়ালা ও তাঁর রাসুলের ভাষা। এটি কোন সাধারণ ভাষা নয়, পুরো বিশ্বের মুসলমানদের কাছে জনপ্রিয় এক ভাষা। মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে এর গুরুত্ব অপরিসীম।’